আবৃত্তি:- শিমুল মুস্তাফা
---------------------------
একই বৃত্তে ঘুরতে ঘুরতে
চেয়ে দেখি যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে এসেছি
এই পথ পাড়ি দিতে গিয়ে জীবনের কাছাকাছি পৌঁছে
আবার জীবনের কাছেই ফিরে এসেছি
অচেনা বন্ধু হয়ে
দুরের মানুষ আপন হয়েছে
আবার কাছের মানুষ অচেনা পরশী
দিন বদলের এই খেলাতে আজও জানা হল না
আমি কার? কে আমার?
শুধু জেনে গেছি তুমি আর আমার বন্ধু না
তবুও মিছে করে যাই তোমারই বন্দনা
মাজে মাজে বেস্ততার সীমা রেখা দুরে ঠেলে
এক ফালি রোদ হয়ে কিছু স্মৃতি উকি দেয়
হৃদয়ের জানালায়
উদাসী কোন দুপুর বেলায় সূর্য মাথায় নিয়ে
মেঘের সুরে একলা চলা
বৃষ্টি এলেই কাঁদা মাটি জল রিম ঝিম ঝিম কথা বলা
ইস্কুল পালিয়ে সেই বন্ধুদের সাথে সেই প্রথম সিগারেট খাওয়া
বাবার পকেট মেরে সেই প্রথম সিনেমা দেখতে যাওয়া
প্রথম জানা হল গোপনে কি বাজে হৃদয়ে ভালবাসা কতটা দামী
সেই প্রথম তোমার মুখ দেখে বুকের ভেতর সিডর কিংবা সুনামি
তারপর কত রাত ভোর হল, কত ভোর দুপুর
কত দিন গোধূলির রঙ্গে, রঙ্গে রঙ্গে রাত
তবুও জানা হলো না
আমি কার? কে আমার?
শুধু জেনে গেছি তুমি আর আমার বন্ধু না
তবুও মিছে করে চাই তোমার বন্দনা
চাঁদের আলোয় লুকিয়ে রাখি
মনের অমাবস্যা
হাসি মুখে কুড়াই তবু অন্ধকারের ফুল
কেহ না জানুক তুমি-তো জান
কেমন আছি পথ হারিয়ে
বুকে নিয়ে দুসর ক্ষত
অপেক্ষার বৃষ্টিতে কেন ভিজে যাই
সকাল দুপুর বিকেল ইচ্ছে মত
হৃদয়ের বিভাজন আজ
একই আকাশ তলে ভালবাসার পদ্য ফুটুক
দুঃখ দিঘির জলে
আমি জানি- আমি জানি- আমি জেনে গেছি
তুমি তো আমার বন্ধু না
ভালো থেকো বন্ধু প্রিয়
সময় পেলে- খবর নিও
খবর নিও ।|
________________________________________!!
~
~
~
কেমন আছো...??
কবিতাটি কার লেখা ?
ReplyDelete