যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সদিন বুঝবে আস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেধে পাগল হয়ে কেদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাশ চিরি সেদিন আমায় খুজবে বুঝবে সেদিন বুঝবে। "অভিশাপ-কাজী নজরুল ইসলাম"
No comments:
Post a Comment