Wednesday, 1 August 2012

পথে পথে চলতে চলতে [শ্রীকান্ত আচার্য]

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব ।।
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রূপর আলোয় জোৎসনা পাব।

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব
সৃতির বেড়া বাধবে যখন
পাথর হয়ে আমার মন,
বন্ধু তোমায় বলি শোন
বুকের জ্বালা শয়ে যাব ।

অশ্রূ  ভেজা কোন দিনে
যন্তনা নিয়েছে কিনে
অনেক দুরে তবু কাছে
হয়ত একদিন হারিয়ে যাব ।

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রূপর আলোয় জোৎসনা  পাব ।  




Click Here To Download

No comments:

Post a Comment