বিশ্বাস করো তোমাকে আমি যতবার অবহেলা করতে শিখি
ঠিক ততোবার তুমি যত্নমাখা আদরে ফিরে আসো আমার পাশে।
তোমাকে যতবার বলি ভালবাসি না
ঠিক তারে চেয়ে বেশি তোমাকে ভালবাসে ফেলি।
বিশ্বাস করো তোমাকে আমি যতবার ছেড়ে দুরে চাই,
তুমি ঠিক ততোবারই সেই চেনা পথে আস অচেনা হয়ে।
তোমাকে যতবার হারিয়ে ফেলি আমি,
ঠিক ততোবারই আমাকে জরিয়ে রাখ ভালবাসার ঘ্রণা মেখে।
বিশ্বাস করো যতবার তোমাকে ঘৃণা করেছি
ঠিক ততোবার সমুদ্রের স্বচ্ছ জলে তোমার ছবি ভেসে আসো দু’নয়নে,
তোমাকে যতবার বলি তোমার মুখখানি আর দেখব না,
ঠিক ততোবার মনের আয়নায় ভেঙ্গে তুমি ভেসে আস ডাগর আঁখি মেলে।
বিশ্বাস করো, তুমি এতটুকু বিশ্বাস কর শুধু
ভালবাসিনি তোমাকে, করেছি অবহেলা,
ফেলেছি হারিয়ে, করেছি শুধু ঘৃনা ,
সত্যি কখনও ভালবাসতে পারিনি তোমাকে ।রাত:3টা [১৬/০৭/২০১৩]
ঠিক ততোবার তুমি যত্নমাখা আদরে ফিরে আসো আমার পাশে।
তোমাকে যতবার বলি ভালবাসি না
ঠিক তারে চেয়ে বেশি তোমাকে ভালবাসে ফেলি।
বিশ্বাস করো তোমাকে আমি যতবার ছেড়ে দুরে চাই,
তুমি ঠিক ততোবারই সেই চেনা পথে আস অচেনা হয়ে।
তোমাকে যতবার হারিয়ে ফেলি আমি,
ঠিক ততোবারই আমাকে জরিয়ে রাখ ভালবাসার ঘ্রণা মেখে।
বিশ্বাস করো যতবার তোমাকে ঘৃণা করেছি
ঠিক ততোবার সমুদ্রের স্বচ্ছ জলে তোমার ছবি ভেসে আসো দু’নয়নে,
তোমাকে যতবার বলি তোমার মুখখানি আর দেখব না,
ঠিক ততোবার মনের আয়নায় ভেঙ্গে তুমি ভেসে আস ডাগর আঁখি মেলে।
বিশ্বাস করো, তুমি এতটুকু বিশ্বাস কর শুধু
ভালবাসিনি তোমাকে, করেছি অবহেলা,
ফেলেছি হারিয়ে, করেছি শুধু ঘৃনা ,
সত্যি কখনও ভালবাসতে পারিনি তোমাকে ।রাত:3টা [১৬/০৭/২০১৩]