Wednesday, 5 December 2012

সুখে থাকো ও আমার নন্দিনী !

সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী ।
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি ।
চলে গেছো কিছুতো বলে যাও নি
পিছুতো ফিরে চাও নি
আমিও পিছু ডাকিনি
বাধা হয়ে বাঁধি…
ভুলে আছো কখনো মনে করো নি
দু’ফোটা জলও ফেলো নি
আমি তো ভুলে থাকিনি
রাখি খুলে রাখিনি।
সুখে থাকো ও আমার নন্দিনী
হয়ে কারো ঘরনী
জেনে রাখো প্রাসাদেরও বন্দিনী
প্রেম কভূ মরেনি।


Sunday, 12 August 2012

অহংকার

বুকের সীমান্ত বন্ধ তুমিই করেছো
খুলে রেখেছিলাম অর্গল,
আমার যুগল চোখে ছিলো মানবিক খেলা
তুমি শুধু দেখেছো অনল।

তুমি এসেছিলে কাছে, দূরেও গিয়েছো যেচে
ফ্রিজ শটে স্থির হয়ে আছি,
তুমি দিয়েছিলে কথা, অপারগতার ব্যথা
সব কিছু বুকে নিয়ে বাঁচি।

উথাল পাথাল করে সব কিছু ছুঁয়ে যাই
কোনো কিছু ছোঁয় না আমাকে,
তোলপাড় নিজে তুলে নিদারুণ খেলাচ্ছলে
দিয়ে যাই বিজয় তোমাকে।


 Helal Hafiz

Friday, 3 August 2012

তৃষ্ণা

কোনো প্রাপ্তিই পূর্ণ প্রাপ্তি নয়
কোনো প্রাপ্তির দেয় না পূর্ণ তৃপ্তি
সব প্রাপ্তি ও তৃপ্তি লালন করে
গোপনে গহীনে তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা।
আমার তো ছিলো কিছু না কিছু যে প্রাপ্য
আমার তো ছিলো কাম্য স্বল্প তৃপ্তি
অথচ এ পোড়া কপালের ক্যানভাসে
আজন্ম শুধু শুন্য শুন্য শুন্য।
তবে বেঁচে আছি একা নিদারুণ সুখে
অনাবিষ্কৃত আকাঙ্ক্ষা নিয়ে বুকে
অবর্ণনীয় শুশ্রূষাহীন কষ্টে
যায় যায় দিন ক্লান্ত ক্লান্ত ক্লান্ত।

[ হেলাল হাফিজ ]


Wednesday, 1 August 2012

পথে পথে চলতে চলতে [শ্রীকান্ত আচার্য]

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব ।।
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রূপর আলোয় জোৎসনা পাব।

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব
সৃতির বেড়া বাধবে যখন
পাথর হয়ে আমার মন,
বন্ধু তোমায় বলি শোন
বুকের জ্বালা শয়ে যাব ।

অশ্রূ  ভেজা কোন দিনে
যন্তনা নিয়েছে কিনে
অনেক দুরে তবু কাছে
হয়ত একদিন হারিয়ে যাব ।

পথে পথে চলতে চলতে,
হঠাৎ একদিন থেমে যাব
মেঘলা রাতে লুকিয়ে থেকে
রূপর আলোয় জোৎসনা  পাব ।  




Click Here To Download

Wednesday, 18 July 2012

Shomoy Pele Khobor Niyo~~ Kobita - Bondhu Na Bondona - Shimul Mustofa

"বন্ধু না বন্ধনা''
আবৃত্তি:- শিমুল মুস্তাফা
---------------------------
একই বৃত্তে ঘুরতে ঘুরতে
চেয়ে দেখি যেখান থেকে শুরু সেখানে আবার ফিরে এসেছি
এই পথ পাড়ি দিতে গিয়ে জীবনের কাছাকাছি পৌঁছে
আবার জীবনের কাছেই ফিরে এসেছি
অচেনা বন্ধু হয়ে
দুরের মানুষ আপন হয়েছে
আবার কাছের মানুষ অচেনা পরশী
দিন বদলের এই খেলাতে আজও জানা হল না
আমি কার? কে আমার?
শুধু জেনে গেছি তুমি আর আমার বন্ধু না
তবুও মিছে করে যাই তোমারই বন্দনা
মাজে মাজে বেস্ততার সীমা রেখা দুরে ঠেলে
এক ফালি রোদ হয়ে কিছু স্মৃতি উকি দেয়
হৃদয়ের জানালায়
উদাসী কোন দুপুর বেলায় সূর্য মাথায় নিয়ে
মেঘের সুরে একলা চলা
বৃষ্টি এলেই কাঁদা মাটি জল রিম ঝিম ঝিম কথা বলা
ইস্কুল পালিয়ে সেই বন্ধুদের সাথে সেই প্রথম সিগারেট খাওয়া
বাবার পকেট মেরে সেই প্রথম সিনেমা দেখতে যাওয়া
প্রথম জানা হল গোপনে কি বাজে হৃদয়ে ভালবাসা কতটা দামী
সেই প্রথম তোমার মুখ দেখে বুকের ভেতর সিডর কিংবা সুনামি
তারপর কত রাত ভোর হল, কত ভোর দুপুর
কত দিন গোধূলির রঙ্গে, রঙ্গে রঙ্গে রাত
তবুও জানা হলো না
আমি কার? কে আমার?
শুধু জেনে গেছি তুমি আর আমার বন্ধু না
তবুও মিছে করে চাই তোমার বন্দনা
চাঁদের আলোয় লুকিয়ে রাখি
মনের অমাবস্যা
হাসি মুখে কুড়াই তবু অন্ধকারের ফুল

কেহ না জানুক তুমি-তো জান
কেমন আছি পথ হারিয়ে
বুকে নিয়ে দুসর ক্ষত
অপেক্ষার বৃষ্টিতে কেন ভিজে যাই
সকাল দুপুর বিকেল ইচ্ছে মত
হৃদয়ের বিভাজন আজ
একই আকাশ তলে ভালবাসার পদ্য ফুটুক
দুঃখ দিঘির জলে
আমি জানি- আমি জানি- আমি জেনে গেছি
তুমি তো আমার বন্ধু না
ভালো থেকো বন্ধু প্রিয়
সময় পেলে- খবর নিও
খবর নিও ।|
________________________________________!!
~
~
~
কেমন আছো...??

Thursday, 7 June 2012

I am standing by with river and water’s going slow
i show my face in the silent water and feel lonely without you….
Oh….. You only live in my imagination, what can i do….??

Wednesday, 6 June 2012

পথ খোলা নেই কাছে যাবার
তুমি ঠিকানা বদলেছো আবার

হয়তো তোমার জানার বাকি
কীভাবে তীর ভাঙে ছোট ছোট ঢেউ
অথবা তোমার দখলে সবই
হারাও ঘুম তবু দু’চোখে পেয়েও
কোথাও ভাঙছে পাহাড়
কে বোঝে দুঃখ কাহার 



আমি বৃষ্টি দেখেছি
বৃষ্টির ছবি একেছি
আমি রোদে পুড়ে
ঘুরে ঘুরে অনেক কেঁদেছি

আমার আকাশ কুসুম স্বপ্ন দেখার
খেলা থামেনি
শুধু তুমি চলে যাবে
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

চারটে দেয়াল মানেই নয়তো ঘর
নিজের ঘরেও অনেক মানুষ পর
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর

আমি অনেক ভেঙ্গেচুরেও
আবার শুরু করেছি
আবার পাওয়ার আশায়
ঘুরে মরেছি
আমি অনেক হেরে গিয়েও
হারটা স্বীকার করিনি
শুধু তোমায় হারাবো
আমি স্বপ্নেও ভাবিনি
আমি বৃষ্টি দেখেছি

হারিয়ে গেছে তরতাজা সময়
হারিয়ে যেতে করেনি আমার ভয়
কখন কিসের টানে মানুষ
পায় যে খুঁজে বাঁচার মানে
ঝাপসা চোখে দেখা এই শহর

আমি অনেক স্রোতে
বয়ে গিয়ে
অনেক ঠকেছি
আমি আগুন থেকে
ঠেকে শিখে
অনেক পুড়েছি
আমি অনেক কষ্টে
অনেক কিছুই
দিতে শিখেছি
শুধু তোমায় বিদায় দিতে হবে
স্বপ্নেও ভাবিনি

আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি
আমি বৃষ্টি দেখেছি