Wednesday, 6 June 2012

পথ খোলা নেই কাছে যাবার
তুমি ঠিকানা বদলেছো আবার

হয়তো তোমার জানার বাকি
কীভাবে তীর ভাঙে ছোট ছোট ঢেউ
অথবা তোমার দখলে সবই
হারাও ঘুম তবু দু’চোখে পেয়েও
কোথাও ভাঙছে পাহাড়
কে বোঝে দুঃখ কাহার 



No comments:

Post a Comment