Friday, 18 October 2013

বেহুলার সাম্পান ---রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ

তোমাকে পাবার প্রস্তুতি আনে বোধ,
দুঃখকে তাই শাসাই রুক্ষ স্বরে,
বেদনাকে তাই মোড়াই কাফনে শাদা--
তোমাকে রাখার পরিসর গড়ি প্রানে।

মন্বন্তরে অন্তরে যতো ক্লেদ,
মৃত সবুজের যতো পরাজিত বোঝা,
যতো পুরাতন পচনের ঝুলকালি,
ঝেড়ে মুছে কিছু করি তারে উজ্জ্বল।

কিসের এমন প্রেরনা পেয়েছে মন
নষ্ঠ আঁধারে শ্রেষ্ঠ বাসনা খোঁজে।
বুকের অসুখে সুখের স্বপ্ন লিখে
ঘন দুর্যোগ-
তবু সে ভাসায় বেহুলার সাম্পান...

তোমাকে পাবার প্রস্তুতি বাড়ে বোধে
তোমাকে পারা প্রেরনায় জাগি রাত।
নৈরাজ্যের খড়গের তলে মাথা,
ঘাড় কাত কোরে তবু দেখি রোদ
কতোটা পেরোলো অমা।।

[১২.০৩.৭৭ সিদ্ধেশ্বরী ঢাকা]
:::kBR:::

No comments:

Post a Comment